মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৯ জন : মনোনয়নপত্র পূরণের পর জমা দিয়েছেন এমপি টগর

চুয়াডঙ্গা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থীতা পেতে আজাদুল ইসলাম আজাদ ও মতিয়ার রহমানসহ আরো ৫ জনের মনোনয়ন ফরম ক্রয়

দর্শনা অফিস : চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার প্রত্যাশায় মনোনয়ন ফরম ক্রয়কারীর সংখ্যা বেড়েই চলেছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমানসহ আরো ৫ জন মনোনয়নপত্র ফরম কিনেছেন। হাজি আলী আজগর এমপি ইতোমধ্যেই মনোনয়নফরম পূরন করে জমাও দিয়ে ফেলেছেন। গতকাল তিনি মনোয়নপত্র ফরম জমা পেশ করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগে মনোয়নপত্র ফরম যারা কিনেছেন তারা হলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান, আ.লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মির্জা সুলতান রাজার ভাই বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার লন্টু, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি অ্যাড, আলমগীর হোসেন ও অ্যাড. শাহরিয়ার কবির।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ নভেম্বর থেকে আ.লীগ মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আ.লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা সংগ্রহ করছেন মনোনয়নপত্র। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে সাম্ভাব্য প্রার্থীরা ছুঁটছেন ঢাকা মুখি।