মওদুদকে গ্রেফতারে দুদকের আবেদন

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে গ্রেফতার এবং গ্রেফতার পরবর্তী জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক হারুনুর রশিদ গুলশানে অবৈধ বাড়ি দখলের অভিযোগে মওদুদ আহমদকে গ্রেফতারের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৩শ কোটি টাকার সরকারি সম্পত্তি ভোগ দখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ ও তার ভাই মঞ্জুর আহমেদের বিরুদ্ধে গত বছরের ১৭ ডিসেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক হারুনুর রশিদ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন।