মউক ও বিএনএফ-এর উদ্যোগে মেহেরপুরের আমঝুপিতে প্রবীণসেবা সংঘের ভাতা প্রদান

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপির মানব উন্নয়ন কেন্দ্র মউক’র আয়োজনে প্রবীণসেবা সংঘের ভাতা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় গতকাল রোববার সকাল ১০টায় মউক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন দারিয়াপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী। বক্তারা জানান বাংলাদেশে প্রবীণদের নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে আরও নিবেদিতভাবে কাজ করতে হবে। সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের সকল সেবা প্রতিষ্ঠানে সর্বোচ্চ মূল্যায়ন করা দরকার বলেও জানান তারা। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রকিব মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম। অনুষ্ঠানে ২৩ প্রবীণ ব্যক্তিকে সম্মানী ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।