ভেড়ার ফার্ম করে হলেন স্বাবলম্বী

বেকার সমস্যা ঘুচাতে দামুড়হুদার দলকা লক্ষ্মীপুরের ওয়াসিমের পদক্ষেপ

 

মোস্তাফিজুর রহমান কচি: এদেশ-ওদেশ ঘুরে বেকারত্ব ঘুচাতে না পেরে নিজ উদ্যোগে ভেড়ার ফার্ম করে স্বাবলম্বী হয়েছেন দলকা লক্ষ্মীপুরের ওয়াসিম নামে এক যুবক। এ ফার্ম থেকে প্রতিমাসে আয় হচ্ছে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ওয়াসিম আকরাম (২৬) এইচএসসি পাস করে কোনো চাকরি না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। অবশেষে জমি জায়গা বিক্রি করে আর্থিক দৈন্যতা ঘুচাতে পাড়ি জমায় দুবাই। আদম ব্যবসায়ীদের প্রতারণার স্বীকার হয়ে তিন মাস পর দেশে ফিরে আসতে বাধ্য হয় সে। সে বিদেশ থেকে ফিরে স্বর্বশান্ত ওয়াসিম বেকারত্ব অভিষাপে জ্বরার্জীন হয়ে দিশেহারা হয়ে পড়ে। পরে নিজের বুদ্ধি খাটিয়ে বছর দুয়েক আগে মাত্র ৮/১০টি সঙ্কর জাতের ভেড়া কিনে পুষতে থাকে এবং বংশবৃদ্ধি হতে থাকে। বর্তমানে ওয়াসিমের ফার্মে ছোট-বড় ১১০টি ভেড়া রয়েছে। যা থেকে প্রতিবছর ভেড়া বিক্রি করে আয় হচ্ছে দেড় লাখ টাকা। এ ব্যাপারে ওয়াসিমের সাথে কথা হলে সে জানায়, বেকারত্ব ঘুচাতে বিদেশে পাড়ি না জমিয়ে দেশে বসেই প্রতিমাসে ১৫/২০ হাজার আয় করা সম্ভব।