ভূমধ্যসাগরে জাহাজ ডুবে ৫৫ অভিবাসীর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে অভিবাসী জাহাজ ডুবিতে কমপক্ষে ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাল্টা ও ইতালির ল্যাম্পেদুসার মধ্যবর্তী স্থানে এবং মিশরের আলেজান্দ্রিয়া বন্দরের কাছে দুটি পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানি হয়। মাল্টা ও ইতালির ল্যাম্পেদুসার মধ্যবর্তী স্থানে জাহাজ ডুবিতে প্রায় ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জাহাজটিতে প্রায় ২৫০ জন অভিবাসী ছিলো। এ নিয়ে এ মাসে ইতালিতে দ্বিতীয়বারের মতো জাহাজ ডুবির ঘটনা ঘটলো। ইতালির সংবাদ সংস্থা জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে। ল্যাম্পেদুসার ১০০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। মাল্টার নৌবাহিনী জানিয়েছে, তাদের একটি জাহাজ এখন পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করেছে। আর ইতালির নৌবাহিনীর জাহাজ ৫৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ২টার দিকে মাল্টার সামরিক বাহিনীর বিমান প্রথমে দুর্ঘটনা কবলিত জাহাজটি দেখতে পায়। মাল্টার কর্তৃপক্ষই মূল উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। মাল্টার প্রধানমন্ত্রী জোশেফ মুসকাট রাজধানী ভ্যালেত্তায় এক সংবাদসম্মেলনে সাংবাদিকদের বলেন, জাহাজডুবিতে কমপক্ষে ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।