ভুয়া ডিগ্রি :পার্লামেন্টে আজীবন নিষিদ্ধ

মাথাভাঙ্গা মনিটর: স্নাতক পাসের ভূয়া সার্টিফিকেট জমা দেয়ার জন্য পাকিস্তান পার্লামেন্টে আজীবন নিষিদ্ধ হলেন পিএমএল (এন) এমপি সুমাইরা মালিক। তিনি এর আগে সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের আমলে নারী ও যুব বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি এফ.এ (এইচএসসি) পাস করেও ব্যাচেলর অব আর্টস ডিগ্রির ভূয়া সনদ নির্বাচন কমিশনে দাখিল করে নির্বাচন করেছিলেন।

গত সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুমাইরার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করে। রায়ে তাকে আজীবন পার্লামেন্টে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তিনি কোনোদিন আর এমপি পদে নির্বাচন করতে পারবেন না। তিনি পাকিস্তান মুসলিম লীগের (এন) সাথে যুক্ত। ৩৫ পৃষ্টার রায়ে বলা হয়, সুমাইরা ২০০৮ সালের সাধারণ নির্বাচনে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ৬১ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী উমর আসলাম ৬০ হাজার ৪১৩ ভোট পান। নির্বাচন কমিশন সুমাইরাকে বিজয়ী ঘোষণা করলে উমর নির্বাচনী ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করেন। উমর অভিযোগ করেন, সুমাইরা ১৯৮১ সালে এফএ পাস করেন। ২০০২ সাল পর্যন্ত তিনি তিনি বিএ পরীক্ষা দেননি। এরপর তার পরীক্ষা দেয়ার সুযোগ ছিলো না। অথচ তিনি বিএ পাস করেছেন বলে নির্বাচন কমিশনে তথ্য দেন।