ভিটামিন এ ক্যাপসুল বিতরণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

 

স্টাফ রিপোর্টার: কোনোরকম পরীক্ষা এবং ক্লিনিক্যাল ট্রায়াল না করে শিশুদের মাঝে দুই ধরনেরভিটামিন এ ক্যাপসুল বিতরণে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।বিচারপতিশেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিতহাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার পত্রিকার প্রতিবেদন দেখে স্বপ্রণোদিতহয়ে এ আদেশ দেন।

পরীক্ষা ব্যতীত ভিটামিন এ ক্যাপসুল বিতরণ না করার জন্যস্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আদেশদেয়া হয়েছে। গতকাল বুধবার একটি দৈনিকে অনুমোদনবিহীন ভিটামিন এ ক্যাপসুলশিশুদের মুখেশিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি নজরে আসায়ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া ওই ভিটামিন এ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকারনির্দেশ দেয় হাইকোর্ট।

উল্লেখ্য,সরকার ২০১২ সালে কোনো ক্লিনিক্যালপরীক্ষা ছাড়াই দু ধরনের (লাল ও নীল রঙের) মোট দশ কোটি পিস ভিটামিন এক্যাপসুল শিশুদের মাঝে বিতরণ করে। এ বছরও ৩ কোটি ৬৫ লাখ পিস ভিটামিন এক্যাপসুল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।এ বছরের ক্যাপসুল যেন পরীক্ষার পর বিতরণ করা হয়, সে জন্য আদালতের আদেশে বলা হয়েছে।