ভারতে ১০ জনের মধ্যে তিনজন দরিদ্র

 

 

মাথাভাঙ্গা মনিটর: প্রতিদশজন ভারতীয়র মধ্যেই তিনজনই দরিদ্র। এ কথা জানিয়েছে সি রঙ্গরাজন কমিটি।তাদের মতে, ২০১১-১২ আর্থিক বছরে মোট জনসংখ্যার ২৯.৫ শতাংশ মানুষই দরিদ্র।এ রিপোর্ট খারিজ করে দিয়েছে দারিদ্র নিয়ে সুরেশ তেণ্ডুলকর কমিটিররিপোর্টকেও। রঙ্গরাজন কমিটির রিপোর্ট জানিয়ে দিয়েছে, শহরাঞ্চলের ক্ষেত্রে ৩৩ টাকা, যারা ৪৭ টাকার নিচে দৈনিক খরচ করেন, তাদেরকেই গরিব বলে চিহ্নিত করা যাবে।আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে অঙ্কটাসাতাশ টাকা নয়, বত্রিশ টাকার নিচে। গত বছর তেণ্ডুলকর কমিটির রিপোর্ট খতিয়েদেখতে রঙ্গরাজন কমিটি তৈরি করা হয়। পরিকল্পনা মন্ত্রী ইন্দ্রজিত রাওয়েরহাতে কমিটি রিপোর্ট তুলে দিয়েছে।