ভারতে সড়ক দুর্ঘটনায় ১৩ রাশিয়ান পর্যটক নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরখণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন রাশিয়ান পর্যটক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরকাশীর ভাগীরথী নদীর খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।সকালেওই পর্যটকদের নিয়ে ট্যুরিস্ট বাসটি উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশেরওনা দিয়েছিলো। হরশিল ছাড়িয়ে দু কিলোমিটার যাওয়ার পর দুপুর ২টার দিকে আচমকাপাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারান চালক।রাস্তা ছেড়ে বাসটি কয়েকশো ফিট নীচে ভাগীরথী নদীর বুকে আছড়ে পড়ে।জানা যায়, দুর্ঘটনায় ওই বাসের আরোহী ১৩ জন রুশ পর্যটকের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তরকাশী জেলা পুলিশের কর্মকর্তারা। এরপর উদ্ধার কাজ শুরু হয়।দুর্ঘটনাটি ঘটেছে হৃষীকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কের ওপর।প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই হিমাচলের কুলুতে বিপাশা নদীর ওপর নির্মিত বাঁধের পানিহঠাৎ ছাড়ার ফলে ২৪ কলেজ ছাত্রের মৃত্যু হয়। সে ঘটনার রেশ কাটতে না কাটতেইআবার একটি দুর্ঘটনায় আরো ১৩জন বিদেশি পর্যটক নিহত হলো।