ভারতে তসলিমার রেসিডেন্ট পারমিট বাতিল

স্টাফ রিপোর্টার: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের রেসিডেন্ট পারমিটবাতিল করেছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ভারতে বসবাসরত এ লেখিকানিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ভারত সরকার আমার রেসিডেন্ট পারমিটবাতিল করেছে। ২০০৪ সাল থেকে যে সুবিধা আমি পেয়ে আসছিএর পরিবর্তে আমাকেদু মাসের ট্যুরিস্ট ভিসা দেয়া হয়েছে। এটা আমার কল্পনারও বাইরে। রেসিডেন্টপারমিট নবায়নের জন্য গত ২৬জুন আবেদন করেন তসলিমা নাসরিন। ২০০৪ সালের আগপর্যন্ত তসলিমা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে থাকতেন। পরে তাকে রেসিডেন্টপারমিট দেয়া হয়। প্রথমে ছয় মাসের এবং পরবর্তী সময় এক বছর করে এ পারমিটদেয়া হতো।