ভারতে অস্ত্রের চালান আটক :দু বাংলাদেশিসহ পাঁচজন গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মিজোরামে বিপুল পরিমাণ অস্ত্র ওগোলাবারুদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে দুজন বাংলাদেশি বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।বিএসএফের ডিআইজি বিএস রাওয়াত জানান, এবাহিনীর আইজাওয়াল ফ্রন্টিয়ারের সদস্যরা মিজোরাম পুলিশের সহায়তায় রাজ্যেরবিমানবন্দর সড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।তাদের কাছ থেকে পাঁচটি এম-১৬ রাইফেল, এম-১৬ ও একে-৪৭ রাইফেলের ৫হাজার ১০০ গুলি, দশটি মোবাইলফোন, ৬০ হাজার ভারতীয় রুপি এবং বিভিন্ন নথিপত্রউদ্ধার করা হয়।আটক পাঁচজনই চাকমা জনগোষ্ঠির। এদের মধ্যে জিউস চাকমা (২৮) ও সুমিত্রচাকমা (৪৮) বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাসিন্দা বলে দাবি করেছে বিএসএফ।জিউস চাকমা নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় সদস্যবলে দাবি করেছেন, যে সংগঠনটি বাংলাদেশের পার্বত্য এলাকায় পাহাড়িদের অধিকার আদায়েরজন্য আন্দোলন করছে।গ্রেফতার বাকি তিনজন হলেন- পূর্ণজয় চাকমা (৪৫), দীপঙ্কর চাকমা (৩৩)ও বিজয় চাকমা (৩১)। গত বছরের ৭ মার্চ রাজ্যের লিংপুই বিমানবন্দরসংলগ্ন একটি খামারবাড়িতেঅভিযান চালিয়ে পুলিশ এবং আসাম রাইফেলসের সদস্যরা ২৩টি একে-৪৭ বন্দুক, একটি এলএমজিএবং ব্রাউনিং রাইফেলের সাথে বাংলাদেশি তিন আদিবাসীকে আটক করে।