ভারতের ৩৩৭ নাগরিককে মুক্তি দিলো পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: বিবাদমান কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) গুলি বিনিময়ের জেরে উত্তেজনা বাড়লেও দু দেশের সম্পর্কোন্নয়নের ইঙ্গিত হিসেবে ভারতের ৩৩৭ জন কারাবন্দি নাগরিককে মুক্তি দিয়েছে পাকিস্তান। দক্ষিণ সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুজা হায়দারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার জানিয়েছেন, মালির কারাগার থেকে ৩২৯ জন বন্দি ও লান্ধি কারাগার থেকে আরও ৮ জনকে মুক্তি দেয়া হয়েছে। তবে মালির কারাগারের একজন বন্দির নাগরিকত্ব নিয়ে সংশয় থাকায় তাকে মুক্তি দেয়া হয়নি বলে জানান সুজা হায়দার। কারাভোগ করা এসব ভারতীয় নাগরিকদের বেশির ভাগই পেশায় জেলে। জানা যায়, বিতর্কিত সির ক্রিক অঞ্চল পার হয়ে পাকিস্তানি জলসীমায় প্রবেশ করার সময় তাদের আটক করে দেশটির নৌবাহিনী। সুজা হায়দার জানান, কারাগার থেকে মুক্তি দিয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় বন্দিদের আটটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে লাহোর পাঠানো হয়েছে। আজ শনিবার সদ্য মুক্তি লাভ করা এসব বন্দিকে ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *