ভারতের সাথে সমুদ্রসীমা নির্ধারণের রায় হয়নি

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেরসাথে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের রায় হয়নি।নেদারল্যান্ডসেরস্থায়ী সালিসি আদালতে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণারজন্য গতকাল বুধবার দিন ধার্য ছিলো। এ রায় কবে হবে সেটিও নির্ধারিত হয়নি।তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন এ মাসেই রায় হতে পারে।এদিকেমৎস্য সপ্তাহের উদ্বোধনীর বক্তৃতায় বুধবার সকালে প্রধানমন্ত্রী একসপ্তাহের মধ্যেই সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায় হবে আশা প্রকাশ করে দেশেরপক্ষে যেন এ রায় আসে তাই সবাইকে দোয়া করতে অনুরোধ করেন।পররাষ্ট্রমন্ত্রণালয়সূত্র জানায়, আদালতের কার্যবিধি অনুযায়ী গত জুন মাসে রায় ঘোষণার কথা ছিলো।সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবগণমাধ্যমকে জানিয়েছিলেন, বুধবার এ রায় ঘোষণা করা হবে। তবে আজ (গতকাল) রায় হচ্ছে না।পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.)মো. খুরশেদ আলম গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, ওই আদালতের প্রক্রিয়া অনুযায়ীরায় ঘোষণার অন্তত এক সপ্তাহ আগে রায়ের তারিখ সংশ্লিষ্ট পক্ষগুলোকেআনুষ্ঠানিকভাবে জানানোর কথা। তবে ভারতের সাথে সমুদ্রসীমা নির্ধারণের রায়েরতারিখের ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেকিছু জানানো হয়নি। তবে শিগগিরই এ রায় ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্তকরেন তিনি।