ভাইয়ের প্রক্সি দিতে গিয়ে

স্টাফ রিপোর্টার: প্ররতারণার মামলায় বিদেশে থাকা ভাই হাবিবুর রহমানের হয়ে হাজিরা দিতে এসে ফেঁসে গেলেন আরেক ভাই ফারুক জোয়ার্দ্দার। গতকাল বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলগমগীর কবির রাজের আদালতে এ ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, মতিঝিল থানার ৯ (৬) ১২ প্রতারণা মামলার আসামিরা গ্রামীণ ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে তিন কোটির অধিক টাকা আত্মসাৎ করেন। এ মামলায় ছয় আসামির মধ্যে হাবিবুর রহমান টাকা আত্মসাৎ করে বিদেশে চলে যান। হাবিবুর রহমানের প্রক্সি দিতে আসেন তার আরেক ভাই ফারুক জোয়ার্দ্দার। এর আগে ফারুক বিদেশে থাকা ভাইয়ের নামে হাইকোর্ট থেকে জালিয়াতি মামলায় প্রতারণা করে জামিন পান। শুধু তাই নয়, হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে ঢাকার সিএমএম আদালতেও তিনি এ পর্যন্ত পাঁচাবার বিদেশে থাকা ভাইয়ের নামে হাজিরা দিয়েছেন। কিন্তু গতকাল বুধবার বাদীর আইনজীবী বিষয়টি চ্যালেঞ্জ করলে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কোতোয়ালি থানার এসআই ইলিয়াস মোল্লা বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।