ভাইকে ফাঁকি দিয়ে পিতার জমি দখল নেয়ার অভিযোগ : ৩ ভাইয়ের নামে মামলা

বড় ভাইয়ের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ছোট ভাইয়েরা

বারাদী প্রতিনিধি: পিতার মৃত্যুর পরে ভাইকে ফাঁকি দিয়ে অন্য ৩ ভাই পিতার জমি জোর-দখল করে নিয়েছে। এ ঘটনায় বড় ভাই বিচার দাবি করে সমাজপতিদের কাছে যাওয়ায় তার বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অন্য ৩ ভাই। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে। এ ঘটনায় বড় ভাই বাদী হয়ে অপর ৩ ভাইয়ের বিরুদ্ধে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের হারান আলী মণ্ডল প্রায় ৫ মাস আগে মারা গেছেন। তিনি রেখে গেছেন ২০ থেকে ২৫ বিঘা জমি। ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে ঠাণ্ডু মিয়া বড়। তিনি বারাদী বাজারের নৈশপ্রহরী হিসেবে প্রায় ২০-২২ বছর ধরে কাজ করছেন। মরহুম হারান আলী মণ্ডলের ছোট ছেলে মিন্টু দুবাই প্রবাসী। বাকি ৩ ছেলে শফিকুল, হায়াত আলী ও লাল্টু মরহুম হারান আলী মণ্ডলের ওই জমি রেজিস্ট্রি করে নিয়েছে দাবি করে জমি জায়গা ঘিরে নিয়েছে। এতে ঠাণ্ডু মিয়ার বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এ ঘটনায় ঠাণ্ডু মিয়া বিচার দাবিতে বারাদী ক্যাম্প পুলিশে, পিরোজপুর ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযোগ দাখিল করেছেন। কিন্তু ওই ৩ ভাই দেখাতে পারেনি পিতার রেজিস্ট্রি করে দেয়া দলিল। হাজির হননি ক্যাম্প পুলিশে। তারা আইন প্রয়োগকারী সংস্থার সামনে যেতে ভয় পাচ্ছেন। চেয়ারম্যান সামছুল আলম তাদের নির্ধারিত তারিখে উপস্থিত হতে বললেও তিনি (চেয়ারম্যান) যথাসময়ে থাকতে না পেরে দিন ঘুরিয়ে দেন। ওই দিনের অপেক্ষা না করে তারা গত বুধবার রাত ৮টার দিকে ঠাণ্ডু মিয়া ও তার স্ত্রী সোবারন খাতুনের অনুপস্থিতিতে ৩ ভাই দলবদ্ধ হয়ে ঠাণ্ডুর ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এতে তার ছনের ও টিনের তৈরি ২টি ঘর এবং নাগদ ৭০ হাজার টাকা, ঘরে সংরক্ষণ করা ফসল, কাপড়-ছোপড় ও বাড়ির অন্যান্য জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ঠাণ্ডু মিয়া। তিনি আরো বলেন, তার ওই ৩ ভাই তার জীবননাশের হুমকি দিচ্ছে। তিনি বাদী হয়ে তার ৩ ভাই শফিকুল, হায়াত আলী ও লাল্টুর বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪৪৮/৪৩৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন।