বয়সভিত্তিক আন্তঃজেলা জাতীয় বালিকা সাঁতার প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার পাঁচটি পদক লাভ

 

ক্রীড়া প্রতিবেদক: বয়সভিত্তিক আন্তঃজেলা জাতীয় বালিকা সাঁতার প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা ১টি স্বর্ণপদকসহ ৫টি পদক লাভ করেছে। চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন জানান, ঢাকার ধানমন্ডি জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ বছর বয়সী বালিকা বিভাগে চুয়াডাঙ্গার সাবিনা খাতুন ১০০ মি. ব্যাকস্ট্রোক সাঁতারে সোনা জয় করে। সাবিনা খাতুন ৫০ মি. ফ্রি স্টাইলে ও ২০০ মি. ব্যক্তিগত মিডলেতে রৌপ্য পদক লাভ করে। এছাড়া আল্পনা খাতুন ৫০ মি. ফ্রিস্টাইলে ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক লাভ করে। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। এরা হলো সাবিনা খাতুন, আল্পনা খাতুন, সুমি, শ্রাবন্তি, মুরশিদা ও সোনিয়া। চুয়াডাঙ্গার বালিকা সাঁতারু দলের ম্যানেজার ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নাহার কাকলী ও কোচ হিসেবে ছিলেন আশরাফুল হক।