বড়দিনের আগে ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য-ফ্রান্স

মাথাভাঙ্গা মনিটর: বড়দিনকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটা আর ভ্রমণের ব্যস্ত সময়ের মাঝে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সের জনজীবন। বিঘ্নিত হচ্ছে পরিবহন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুতসংযোগ। দক্ষিণ ইংল্যান্ডে বিদ্যুতহীন হয়ে পড়েছে ১ লাখ বাড়ি। ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস আর ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। উত্তর ইংল্যান্ড এবং নর্থ ওয়েলসে নদীতে দুজনের মৃতদেহ পাওয়া গেছে। নদীর পানি উপচে বন্যার কারণে বিঘ্নিত হচ্ছে পরিবহন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল, বাতিল হয়েছে বহু ফ্লাইট। যুক্তরাজ্যের দক্ষিণের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। হিথ্রো বিমানবন্দরেরও বেশ কয়েকটি ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম গ্যাটউইক বিমানবন্দরের একটি টার্মিনালে ভয়াবহ বিদ্যুত বিপর্যয় ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রিটেনে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে আটকা পড়ে লন্ডনের ভেতরে-বাইরে ভ্রমণ করতে যাওয়া অসংখ্য যাত্রী। অন্যদিকে, ফ্রান্সে খারাপ আবহওয়ায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে ব্রিটানি ও নর্মঁদি এলাকা। বিদ্যুতহীন হয়ে পড়েছে ২ লাখ ৪০ হাজার বাড়ি। নর্মঁদি এলাকায় একটি ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। ব্রিটানিতে কয়েকটি শহর ভয়াবহ বন্যার কবলে পড়েছে। যুক্তরাজ্যের আবহওয়াবিদরা আগামী দিনগুলোতে আবহাওয়া আরো খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন।