ব্র্যাকের উদ্যোগে দামুড়হুদার বাঘাডাঙ্গায় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও অর্থ প্রদান

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বে-সরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, শাখা ব্যবস্থাপক মি. দিপক দাস, মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ এলাকার সুধিজন। পরিবার প্রতি নগদ ২ হাজার টাকা, পরিবাবের সদস্য প্রতি ৩ কেজি চাল, ১৩ লিটার সয়াবিন তেল, ১৩ কেজি ডাল, ১৩টি লুঙ্গি ও ১৩টি শাড়ি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দয়ো হয়। উল্লেখ্য গত ১১ এপ্রিল দুপুরে কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা স্কুল পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়।