ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

 

মাথাভাঙ্গা অনলাইন:

পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বি-২ নামের আরেকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। উড়িষ্যা উপকূলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে সোমবার এ পরীক্ষা চালানো হয়।

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার এ ক্ষেপণাস্ত্র সাড়ে ৩০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ৫৫০ কেজি থেকে ১,০০০ কেজি ওজনের ওয়ারহেড বা বোমা বহন করতে পারে।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র পৃথ্বির পরীক্ষা এর আগেও একাধিকবার চালানো হয়েছে। ভারতের ‘ইন্টিগ্রেড গাইডেড মিসাইল উন্নয়ন’ কর্মসূচির আওতায় যে পাঁচটি ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে তারই একটি পৃথ্বি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পরমাণু অস্ত্র প্রতিহত করার ন্যূনতম ক্ষমতা বজায় রাখার ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যেই আবার পৃথ্বির পরীক্ষা চালাল ভারত। সূত্র: পিটিআই