ব্যবসায়ীকে হত্যার দায়ে বাগেরহাটে ৬ জনের ফাঁসি

 

 

স্টাফ রিপোর্টার: বাগেরহাটেরমোড়েলগঞ্জে ঘের ব্যবসায়ী জাফর জমাদ্দারকে  কুপিয়ে খুনের দায়ে দু সহোদরসহ৬ জনকে ফাঁসি এবং দুজনের যাবজ্জীবন দিয়েছেন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত।গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মানযাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত একমাত্র আসামি আফজাল খানের উপস্থিতিতে এ রায়ঘোষণা করেন।ফাসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো মোড়েলগঞ্জের ফুলহাতাগ্রামের হাসমত আলীর দু ছেলে হাবির হাওলাদার ও মোস্তফা হাওলাদার। পূর্ববহরবুনিয়া গ্রামের আব্দুল শহিদ ফরাজীর ছেলে বেল্লাল ফরাজী। মৃত হোসেনমল্লিকের ছেলে শহিদ মল্লিক, রুস্তম আলীর ছেলে আলী আজম ফরাজী ও আবেদ খানেরছেলে লাবলু খান এদের সকলের বাড়ি মোড়েলগঞ্জের আমড়াগাছিয়া গ্রামে। মামলায়যাবজ্জীবন দণ্ডাদেশ দেয়া হয়েছে মোড়েলগঞ্জের বেতবুনিয়া গ্রামের করীম খানের  ছেলে আফজাল খান এবং ছাপড়াখালী গ্রামের মাহামুদ আকনের ছেলে আনসার আকনকে।

মামালারসংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৫ জুলাই দুপুরে মোড়েলগঞ্জ উপজেলারবহরবুনিয়া ইউনিয়নের সূর্যমুখি খালের পাড়ে চিংড়ি ঘেরে ফেলে আসামিরা জয়নালজমাদ্দারের ছেলে ঘের ব্যবসায়ী জাফর জমাদ্দারকে কুপিয়ে খুন  করে। এ ঘটনায়পরের দিনে নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করেমোড়েলগঞ্জ থানায় হত্যামামলা দায়ের করে।