বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩১ সদস্য নিহত

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ায় কট্টরপন্থী সংগঠন বোকো হারামেরবন্দুকধারীদের হামলায় ১৭ সেনা সদস্য ও ১৪ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩১নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ইয়োব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বানি ইয়াদিশহরতলির একটি সেনা ঘাঁটি ও কাছের কয়েকটি পুলিশ ব্যারাকে হামলা চালায়বন্দুকধারীরা। আহত হয়েছেন আরও অনেকে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরওবাড়তে পারে। কট্টরপন্থীরা কয়েকটিপুলিশ ব্যারাক ও সেনা ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হাইকোর্টেও হামলাচালায় তারা। বোকো হারামের এক সদস্য চিৎকার করে ইংরেজিতে বলছিলো, চলো এটা শেষকরে চলে যাই। তবে এ হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্তজানা যায়নি।