বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করেই ঘরে ফিরবো

মৌলভীবাজার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

মেহেরপুর অফিস: শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মৌলভীবাজার জেলার উদ্যোগে আয়োজিত ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করেই ঘরে ফিরবো। তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার আন্দোলনে সারাদেশের শিক্ষকদের প্রাণের দাবি চাকরি জাতীয়করণের আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিতে সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার কমিউনিটি সেন্টারে জেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব ও পিস অ্যাম্বাসেডর মেহেরপুর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন বলেন, ৯৭ ভাগ শিক্ষাদান করে আসছে এদেশের বেসরকারি শিক্ষকরা। একই সিলেবাসে, একই বোর্ডে পরীক্ষা, সমান পরিশ্রম করেন বেসরকারি শিক্ষকরা। কিন্তু সরকারি শিক্ষকদের সাথে তাদের বৈষম্য আকাশচুম্বী। তাদের চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক বৈষম্যও প্রকট। বেসরকারি শিক্ষকরা কথায় কথায় চাকরিচ্যুত, ম্যানেজিং কমিটি দ্বারাও লাঞ্ছিত, এমনকি ছাত্র-ছাত্রী দ্বারা লাঞ্ছিত হচ্ছে। যেটা সভ্য সমাজে কাম্য নয়। নকল করতে বাধা দেয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অভিভাবক দ্বারা লাঞ্চনার শিকার ও চাকরিচ্যুত হচ্ছেন হাজার হাজার শিক্ষক-কর্মচারী। কেবল চাকরি জাতীয়করণের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। এখন সময়ের দাবি চাকরি জাতীয়করণ। শিক্ষক নেতা ফয়জুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ নিজামউদ্দিন তরফদার, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক ফরিদ উদ্দিন, স্থানীয় শিক্ষক নেতা শিহাবুর রহমান প্রমুখ।