বেসরকারি শিক্ষকদের মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবি

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতকরা ৩০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একই সাথে তারা সরকারের দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষক নেতারা। এ সময় বক্তারা শিক্ষক-কর্মচারীদের ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত, চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, উত্সব ভাতা, মেডিকেল ভাতাসহ পাঁচ দফা দাবি জানান। সমিতির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, বজলুর রহমান, কাওছার আলী শেখ, আবুল কাশেম, শহীদুল্লাহ, মণি হালদার প্রমুখ।