বুশেহর পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরান

মাথাভাঙ্গা মনিটর: ইরান সোমবার রাশিয়া নির্মিত বুশেহর পরমাণু বিদ্যুত কেন্দ্রের নিয়ন্ত্রণভার নেবে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। তিনি জানান, এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বুশেহর পরমাণু বিদ্যুত কেন্দ্র ইরানের কাছে হস্তান্তর করা হবে। তবে আরও দু বছর এটি রাশিয়ার গ্যারান্টির অধীনে থাকবে এবং এ সময়ে রুশ বিশেষজ্ঞরাও কেন্দ্রটিতে থেকে ইরানি বিশেষজ্ঞদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও অন্যান্য সহায়তা করবেন। সোমবার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ইরানকে বুশেহর কেন্দ্রের দায়িত্ব হস্তান্তর করবে রাশিয়া। ১৯৭০’র দশকে জার্মানির সিমেন্স কোম্পানি প্রথম বুশেহর কেন্দ্র নির্মাণের কাজ শুরু করে। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের সময় এটির কাজ অসমাপ্ত থেকে যায়। ১৯৯৪ সালে রাশিয়া পরমাণু স্থাপনাটির কাজ শেষ করার জন্য তেহরানের সাথে চুক্তি করে। এরপর ২০১১ সালে এটির নির্মাণকাজ শেষ হয়। চলতি বছরের শুরুর দিকে এ কেন্দ্রে পূর্ণ মাত্রায় কাজ শুরু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *