বিস্ফোরণ চক্রান্তে দু ইরানিকে শাস্তি দিলেন থাই আদালত

মাথাভাঙ্গা মনিটর: দু ইরানিকে কারাগারে পাঠালেন থাইল্যান্ডের একটি আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির রাজধানী ব্যাংককে একটি বোমা হামলার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে তাদেরকে শাস্তি দেন থাই আদালত। ওই দু ইরানি নিজেদের নির্দোষ দাবি করলেও অবৈধ বিস্ফোরকদ্রব্য রাখার অপরাধে আদালতে তারা দোষী প্রমাণিত হন। এদের মধ্যে একজন পুলিশের দিকে বোমা ছুড়তে গিয়ে নিজের পা হারিয়েছেন। ব্যাংককের একামাই অঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনায় ছয়জন সন্দেহভাজনের তালিকায় এ দুজন ছিলো। থাইল্যান্ডের পুলিশ ধারণা করছে, থাইল্যান্ডে অবস্থানরত ইসরায়েলি কূটনৈতিকদের হত্যার জন্য যে দলটি থাইল্যান্ডে পাঠানো হয়েছিলো। এ দুজন সেই দলের সদস্য। ভারত ও জর্জিয়াতে ইসরায়েলি কূটনৈতিকদের ওপর বোমা হামলার ঠিক একদিন পরেই ব্যাংককে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৫ জন গুরুতর আহত হয়েছিলেন। সাঈদ মোরাদিকে (২৯) বিস্ফোরকদ্রব্য বহন, ব্যবহারসহ হত্যা চেষ্টার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। তাকে বোমা হামলার সময় ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। মোরাদি জানায়, সে বিস্ফোরকদ্রব্য শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলো।