বিশ্বের বেশি বয়স্ক মানুষের মৃত্যু

 

মাথাভাঙ্গা অনলাইন :

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নিউ ইয়র্কের বাসিন্দা সালুসতিয়ানো সানচেজ মারা গেছেন। শুক্রবার নিউ ইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসধারী ১১২ বছর বয়সী এই বৃদ্ধ মারা যান।

১৯০১ সালের ৮ জুন স্পেনের একটি গ্রামে জন্ম নেন সালুসতিয়ানো। ১৭ বছর বয়সে তিনি কিউবা যান। সেখানে আখের খেতে শ্রমিক হিসেবে কাজ করেছেন তিনি।

১৯২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কেন্টাকির কয়লাখনিতে কাজ করতেন তিনি। পরে সেখান থেকে নিউ ইয়র্ক যান।

সালুসতিয়ানের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ইতালির ১১১ বছর বয়সী আরতুরো লিকাতা এবং সবচেয়ে বয়স্ক নারী জাপানের ১১৫ বছর বয়সী মিসাও ওকাআ।