বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

 

 

মাথাভাঙ্গা অনলাইন: বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনায় ঘটে।

জানা গেছে, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের রিভার বেল্টও প্রপার গ্রুপের মধ্যে গত কয়েক দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল। দুপুরে ছাত্রলীগের রিভার বেল্ট গ্রুপের কর্মীরা হামলা চালায় প্রপার গ্রুপের ওপর। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাস ছাড়িয়ে কলেজ রোডেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কাশেম পল্লবস অন্যান্য আওয়ামী লীগ নেতারাও ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সংঘর্ষ থেকে বিবৃত্ত করতে সক্ষম হন।

সংঘর্ষ চলাকালে ইট পাটকেলের আঘাতে আহত ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের নেতারা উভয় পক্ষকে নিয়ে রোববার একটি সমঝোতা বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *