বিভিন্ন স্থানে গরীব-দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব-দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব-দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন প্রধান অতিথি হিসেবে ওই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউনিয়নের মোট ২ হাজার ৯০২ দুঃস্থ নারী-পুরুষের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাল বিতরণ করা হবে। উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, ট্যাগ অফিসার কামরুল হাসান, ইউপি সচিব আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, ইউপি সদস্য মুনসুর আলী, মোয়াজ্জেম হোসেন, শামিমা সুলতানা, অফিস সহকারী সালাউদ্দীনসহ ইউনিয়নের অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীবদের মাঝে ভিজিএফের চাল বিতারণ করা হয়েছে। সকালে মোনাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই চাল বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ইউপি সদস্য রেজাউল ইসলাম, দুল্লপ হোসেন, মফিজুর রহমান ও পারুলা আক্তার প্রমুখ। এ সময়  ২১৭ জন অসহায় গরীবদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তার প্রতিনিধি আবুল কালাম আজাদ, ইউপি সচিব শহিদুল ইসলাম, মেম্বারদের মধ্যে আব্দুল ওহাব রবিউল ইসলাম, সাগরীকা পারভিন, নেয়াব আলী প্রমুখ। ইউনিয়নের ১ হাজার ৮শ গরীব মানুষ এই ভিজিএফের চাল গ্রহণ করেন।