বিজিবির পৃথক দুটি অভিযান : ফেনসিডিল মদসহ ভারতীয়পণ্য উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে বিশেষ ব্যবস্থায় নির্মিত একটি পাউয়ার টিলারের বক্স থেকে ৬শ বোতল ফেনসিডিলসহ পাউয়ার টিলারটি আটক করেছে। তবে

বিজিবিসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দীন ও হাবিলদার হাসানুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলা গহেরপুর গ্রামে অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৬/৭ জনের মাদকব্যবসায়ী দল ফেনসিডিল ভর্তি একটি পাউয়ার টিলার ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া পাউয়ার টিলারের নিচ থেকে অভিনব কায়দায় রাখা ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে বিজিবির অপর একটি দল দামুড়হুদার মুন্সিপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। তবে এ দুটি ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।