বিচুলিবোঝাই আলমসাধুর ধাক্কায় গুঁড়িয়ে গেলো চুয়াডাঙ্গা বড়বাজারের ট্রাফিক আইল্যান্ড : চালক আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের বড়বাজার চৌরাস্তার মোড়ের ট্রাফিক আইল্যান্ডটি গুঁড়িয়ে দিয়েছে বিচুলিবোঝাই একটি আলমসাধু। আলমসাধুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দৌলাতদিয়াড় থেকে চালকসহ আলমসাধুটি আটক করে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, মেহেরপুর জেলার বারাদী এলাকার জাহিদুল ইসলাম আলমডাঙ্গা থেকে তার আলমসাধুতে বিচুলি বোঝাই করে বারাদী ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলাশহর পার হওয়ার সময় বড়বাজারের ট্রাফিক আইল্যান্ডে ধাক্কা মেরে চলে যায়। এতে আইল্যান্ডটি গুঁড়িয়ে যায়। ঘটনার পর পর আলমসাধুচালক দ্রুত গতিতে তার আলমসাধুটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন। কিন্তু ট্রাফিক পুলিশের চৌকস এটিএসআই মমতাজ মোটরসাইকেল হাঁকিয়ে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড থেকে চালক জাহিদুলসহ আলমসাধুটি আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানা কাস্টডিতে আটক ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *