বিচারপতিদেরঅপসারণ ক্ষমতা সংসদের হাতে থাকা গণতান্ত্রিক

 

স্টাফ রিপোর্টার: আইনকমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, আদালতের জবাবদিহিতানিশ্চিত করতেই বিচারপতিদের অভিশংসন বা অপসারণ ক্ষমতাসংসদের হাতে থাকা উচিত। গতকাল সোমবার দুপুরে আইন কমিশনের আযোজিত এক সংবাদসম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবিধানের ১৬তম সংশোধনী বিলের খসড়ামন্ত্রিসভায় অনুমোদন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আইন কমিশনপ্রধান এবিএম খায়রুল হক বলেন, আদালতের জবাবদিহিতা নিশ্চিত করতেই  বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে থাকা উচিত। আর সংসদের হাতে এক্ষমতা থাকা গণতান্ত্রিক।তিনি বলেন, উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনবা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়া নিয়ে কোনো ভয়ের কারণনেই। ১৯৫০ সাল থেকে এটা ভারতে রয়েছে। এটা একটি গণতান্ত্রিক বিষয়।

অভিশংসনেরক্ষমতা জাতীয় সংসদের হাতে দেয়া হলে তা সাংঘর্ষিক হবে কি না এমন প্রশ্নেরজবাবে সাবেক প্রধান বিচারপতি বলেন, ক্ষমতা হস্তান্তর করা হলে তা সাংঘর্ষিকহওয়ার কোনো আশঙ্কা নেই। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে গেলে ও এনিয়ে বিচার বিভাগ ও সংসদের মধ্যে বিরোধ হবে না বলে তিনি মন্তব্য করেন।