বিক্রিয় নিষিদ্ধ ওষুধ মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গার ফেরিঘাট সড়কে ওষুধ তত্ত্বাবধায়কের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফেরিঘাট সড়কস্থ দোকানগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুকর্ণ আহমেদের সহযোগিতায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের কাজে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও ফখরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী কামরুজ্জামানসহ একদল পুলিশ।

আদালত সূত্র জানিয়েছে, গতকাল দুপুরে জেলা ওষুধ তত্ত্বাবধায়কের সহযোগিতায় ফেরিঘাট সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বনাজী ওষুধালয়ে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট রাখা ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা আদায়পূর্বক তাকে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করে দেয়া হয়।