বাবার খুনীরাই আমাকে অপহরণ করেছিলো : কাউন্সিলর পারভীন

 

 

স্টাফ রিপোর্টার: গাজীপুরসিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তারের বাবা মুক্তিযোদ্ধা চাঁনমিয়া জমিসংক্রান্ত বিরোধে ২০১১ সালে খুন হন। সেই খুনের আসামিরাই তাকে অপহরণকরে হত্যার চেষ্টা চালিয়েছিলো বলে জানিয়েছেন কাউন্সিলর পারভীন। গতকালরোববারদুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেনকাউন্সিলর পারভীন আক্তার। শনিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউসপাড়াএলাকা থেকে উদ্ধার করে তাকে গাজীপুরে আনা হয়। রোববার সকালে গাজীপুর সদরহাসপাতালে চিকিৎসার পর দুপুরে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদসম্মেলনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেনউপস্থিত ছিলেন।তিনি এক সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পারভীন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, উদ্ধার হলেওবর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে যেকোনো মুহূর্তে তার বাবারখুনিরা মেরে ফেলতে পারে।