বাংলাদেশ অনার্স-মাস্টার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আলোচনাসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শতভাগ বেতন ভাতার দাবিতে বেসরকারি অনার্স-মাস্টার শিক্ষকদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌর কলেজে বাংলাদেশ অনার্স-মাস্টার পরিষদ জেলা শাখার উদ্যোগে এ আলোচনাসভার আয়োজন করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনার্স-মাস্টার কোর্সের শিক্ষকদের শতভাগ বেতনভাতা প্রদানের শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স কোর্সের অনুমোদন গ্রহণ করেছে। কিন্তু দুখজনক হলেও সত্য যে, অনার্স কোর্স পরিচালনাকারী কলেজসমূহ নিয়মমাফিক বেতনভাতা প্রদান করছে না। গত ১ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় স্বারক নং ০১ (৭৩০) জাতীয় বি/প্রশাসন/শৃঙ্খলা/২০০৩(অংশ-৯/১/৩০৫৫)এর মাধ্যমে অনার্স-মাস্টার শিক্ষকদের শতভাগ বেতনভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন। মানবতার জীবনযাপনকারী শিক্ষকদের অনতিবিলম্বে শতভাগ বেতনভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রভাষক আশফাকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী। এছাড়াও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ও জীবননগর ডিগ্রি কলেজের অনার্স কোর্সের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন। সার্বিক সহযোগিতা করেন প্রভাষক ফয়েজ বিন মসলেম ও সাইদুর রহমান।