বাংলাদেশে ফেরার লড়াই চলবে : তসলিমা নাসরিন

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনজানিয়েছেন, স্বদেশে ফেরার অধিকার অর্জনের জন্য তার লড়াই থামবে না এবং বারবার প্রত্যাখ্যাত হলেও বাংলাদেশি পাসপোর্ট নবায়নের জন্য তিনি চেষ্টাচালিয়েই যাবেন।আর দিন কয়েকের মধ্যেই দেশ থেকে তার নির্বাসনের কুড়ি বছরপূর্ণ হতে চলেছে তার প্রাক্কালে বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মিসনাসরিন অভিযোগ করেছেন, ধর্মান্ধ একটা ক্ষুদ্র গোষ্ঠীর ভয়েই শেখ হাসিনা, খালেদা জিয়া বা তত্ত্বাবধায়ক সরকার কেউই তাকে এতোদিন দেশে ফিরতে দেয়নি।তারব্যাপারে দিল্লি যাতে ঢাকার সাথে কথা বলে, ভারতের নতুন সরকারের প্রতি তিনিসেই আর্জিও জানিয়েছেন।তসলিমা নাসরিনকে বাংলাদেশ ছাড়তে হয়েছিলো ১৯৯৪-রমাঝামাঝি, তারপর সুইডেন-আমেরিকা-ফ্রান্স-কোলকাতা নানা দেশ, নানা শহর ঘুরেপ্রায় বছর-তিনেক হল দিল্লিই তার ঠিকানা।চাইলেও বাংলাদেশে, বা এমন কী ভারতেরপশ্চিমবঙ্গেও তার যাওয়ার রাস্তা বন্ধ কিন্তু তসলিমা বলছেন আজ কুড়ি বছরপরেও তিনি এতোটুকু হাল ছাড়তে রাজি নন।তার কথায়, যতোদিন বাঁচবো ততোদিন আমার দেশেফেরার লড়াই চলবে। হয়তো সেখানে থাকব, হয়তো থাকব না কিন্তু মত প্রকাশেরস্বাধীনতা অর্জনের জন্যই আমি আবার পশ্চিমবঙ্গে ফিরতে চাই, বাংলাদেশে ফিরতেচাই!