বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভায় বক্তারা

 

অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক দলগুলো হুঁশিয়ার না হলে দেশে আরো নাশকাতামূলক ঘটনা ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার পার্টির কার্যালয়ে জেলা কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন,  সঙ্কট আরো ঘনীভূত হতে যাচ্ছে।

কমিনিউনিস্ট পার্টির প্রবীন নেতা সৈয়দ মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, জেলা নেতা আলা উদ্দীন উমর, আনোয়ার হোসেন, ইউনুচ আলী, আব্দুল মান্নাফ, সিরাজুল ইসলাম বদ্দি, দাউদ হোসেন, জামাত আলী, ওয়াহিদ আলী ও আহসান আলী।

বক্তারা বলেন, সঙ্কট নিরসনের একটা সম্ভবনা দেখা দিলেও দু নেত্রীর টেলিফোনালাপ এবং বিরোধীজোটের হরতাল প্রত্যাহার না করার মধ্যদিয়ে সঙ্কট বেড়েছে। চরম অনিশ্চয়তা ফুটে উঠেছে। এ পরিস্থিতি যতো প্রলম্ভিত হবে সঙ্কট ততোই বাড়বে। জামায়াত হেফাজতসহ বিএনপি যে নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা প্রতিহত করে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।