বর্তমান সরকারকে গণতান্ত্রিক বলা যায় না: এরশাদ

 

স্টাফ রিপোর্টার: যেসরকার সুশাসন দিতে পারে না, সেই সরকারকে গণতান্ত্রিক বলা যায় না। সেসরকারের সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয়পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির শরীয়তপুর জেলার নেতাকর্মীদেরসাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।জাতীয় পার্টিরচেয়ারম্যান বলেন, সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। যে সরকার সুশাসন দিতেপারে না, সেই সরকারকে গণতান্ত্রিক বলা যায় না। তিনি বলেন, সরকার সাড়ে চারহাজার কোটি টাকা লুটপাট করেছে। এ লুটপাট করার কারণেই সরকারের ক্ষমতায় থাকারঅধিকার নেই। মানুষ পরিবর্তন চায়।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, কতো মানুষনিরুদ্দেশ, ছেলেমেয়েরা তাদের অপেক্ষায় আছে। তারা ফিরে আসবে কিনা, তা কেউজানে না। দেশে নিরাপত্তা নেই। কে কখন কাকে তুলে নিয়ে যাবে কেউ জানে না।আমরা এর পরিবর্তন চাই। রাজপথে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকারেরদুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো। বিএনপির মতো পেট্রোল মেরে মানুষ মারবনা। জ্বালাও-পোড়াও করব না। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।