বঙ্গোপসাগরে লঘুচাপ :৩ নম্বর সংকেত

স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মরসুমিলঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যেরআধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবংসমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।পতেঙ্গাআবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।মরসুমিলঘুচাপের কারণে চট্টগ্রামে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহতরয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনারয়েছে।