বঙ্গজ লিমিটেড, মিথুন নিটিং সহ চার কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মাথাভাঙ্গা অনলাইন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘ইনস্ট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেম’মিথুন নিটিং, সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং এবং বঙ্গজ লিমিটেডের পুঁজিবাজার শেয়ারদরকে অস্বাভাবিক বৃদ্ধি বলে মনে করছেন।

যার কারণে বিএসইসি এ ৪ কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার জন্য দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সদস্যরা হলেন- ”বিএসইসি’র উপ-কমিশনার শামসুর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান”।

মঙ্গলবার কমিশনের ৪৯০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।