ফ্রান্সে শিক্ষার্থীর মায়ের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আলবিতে প্রাথমিকবিদ্যালয়ের এক শিক্ষককে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে ছুরিকাঘাতে খুনকরেছেন এক শিক্ষার্থীর মা।গত শুক্রবার সকালে শহরটির আদ্যুয়ার্ত হ্যারিয়ট স্কুলে শিক্ষক ফাবিয়েন্নি তেরালকালমেস (৩৪) নামের নারী শিক্ষক হামলার শিকার হন বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, হামলাকারী নারী তার পাঁচবা ছয় বছর বয়সী কন্যাকে স্কুলে নিয়ে এসেছিলেন, পাশপাশি একটি লম্বা ছুরিওসঙ্গে এনেছিলেন।হামলা করার আগে তিনি ‘আমি চোর না’বলে চিৎকার করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।তেরাল কালমেসের বুকে অথবা পেটে একবার ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।শ্রেণিকক্ষেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন এক কর্মকর্তা।স্থানীয় আইন কর্মকর্তা ক্লদি দেরেন্স জানিয়েছেন, ঘটনার পরপরই ৪৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিকতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী বেনোইত হ্যামনজানিয়েছেন, হামলাকারী গুরুতর মানসিক সমস্যায়ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।এভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও স্কুল কর্মীদের মানসিক পরিস্থিতিপরীক্ষা করে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছন ফরাসি প্রেসিডেন্টফ্রাঁসোয়া ওলাদ।