ফেসবুকে খবর পড়ে সাধুহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ফ্যান দিলেন রাজিব শেখ

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের জন্য একটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন ডাকবাংলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারি ওই অফিসের কোনো রুমে ফ্যান না থাকার বিষয়টি জানতে পেরে তিনি রোগীদের জন্য একটি ফ্যান কিনে দেন। শনিবার দুপুরে সাধুহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে রাজিব শেখ ফ্যানটি হস্তান্তর করেন। এ সময় সাংবাদিক গিয়াস উদ্দীন সেতু, স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ নুরুল ইসলাম, স্বাস্থ্যকর্মী রেহানা সুলতানা ও সালাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্যান পেয়ে সাধুহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ নুরুল ইসলাম বলেন, সমাজে কিছু মানুষ আছেন, যাদের সহায়তা ও দানশীলতাকে শ্রদ্ধা করার মতো। হাজারো খারাপ মানুষের ভীড়ে এমন মানুষ আছে বলেই সমাজ ও রাষ্ট্র টিকে আছে। তিনি জানান, এর আগে প্রায় অর্ধ যুগ পর ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক এলাকার কৃতি সন্তান আসিফ ইকবাল কাজলের প্রচেষ্টায় সাধুহাটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। তারপর সেই তিনিই তার ফেসবুক পেইজে স্বাস্থ্যকেন্দ্রের কোনো রুমে ফ্যান নেই বলে স্ট্যাটাস দেন। এরপর অনেক প্রতিষ্ঠানে ফ্যান দেয়ার আগ্রহ দেখায়।