ফেনীতে দেয়ালচাপায় দু শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: ফেনীর গণপূর্ত কার্যালয়ের গুদামের দেয়াল চাপা পড়ে দু শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনায় নিহত শিশুরা হল- পুষ্পিতা সাহা (৭) ও শ্রাবণী সাহা (১৩)। পুষ্পিতা চট্রগ্রামের মীরসরাইয়ের গোবিন্দ সাহার মেয়ে ও শ্রাবণি কুমিল্লার চৌদ্দগ্রামের কার্তিক সাহার মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শহরের মিজান সড়কের চারুকারু আর্ট স্কুলে যাওয়ার পথে পুষ্পিতা ও তার মামাতো বোন শ্রাবণী দেয়ালচাপা পড়ে। ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডায়াবেটিক সপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুষ্পিতা ফেনী সরকারি পাইলট প্রাইমারি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং শ্রাবণি বালিকা বিদ্যানিকেতনের ৭ম শ্রেণির ছাত্রী। তাদের স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়। সহকারী পুলিশ সুপার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এতে কারো গাফিলতি থাকালে ব্যবস্থা নেয়া হবে। ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানান, গার্ড ওয়ালটি যে ঝুঁকিপূর্ণ ছিলো বিষয়টি তাদের নজরে ছিলো না। থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *