ফরিদপুরে শাহজাহান বেপারীর হত্যারহস্য উন্মোচন

 

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের চাঞ্চল্যকর শাহজাহান বেপারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাব ৮। ১৬ সেপ্টেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় নৃশংসভাবে শাহজাহানকে হত্যা করা হয়।

হত্যার মূল পরিকল্পনাকারী নিহতের বড় ছেলে শাওন বেপারী, নিহতের প্রথম স্ত্রী-মেয়েসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ৮ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার কানাইপুরের লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত সাবল, ছেন ও দা উদ্ধার করা হয়। মঙ্গলবার  ফরিদপুর র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য দেয় র‌্যাব।

জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনাকারী শাওন জানিয়েছে, বাবার একাধিক বিয়ে ও সংসারের ভরন-পোষণ না দেয়া এবং মাকে হত্যার চেষ্টা করার কারণে বাবাকে হত্যার পরিকল্পনা করা হয়। বাবাকে খুন করার জন্য ৫ লাখ টাকার বিনিময়ে ৬ জনকে ভাড়া করে সে। র‌্যাব নিহত শাহজাহানের প্রথম স্ত্রী রাশেদা বেগম, মেয়ে কমলী বেগমসহ ভাড়াটে ৫ খুনিকে আটক করেছে। ভাড়াটে খুনিরা হলো- শামীম রেজা, আহসান হাবীব, মাহফুজ মোল্যা, আজিজুল হক ও আকমল মোল্যা। এদের সবার বাড়ি নিহতের একই গ্রামে।

Leave a comment