ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর জেল

 

স্টাফ রিপোর্টার: পাবনারবড় বাজারে ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দু আমব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন। এ সময় সাড়ে ১০ মনআম ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্তরা হলেন- বড় বাজারের আমব্যবসায়ী মোকাররম হোসেন ও শহীদুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম ও আব্দুল হালিম।নির্বাহীম্যাজিস্ট্রেট আব্দুল হালিম জানান, বড় বাজারে ফরমালিনযুক্ত আম বিক্রিহচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযুক্ত আমব্যবসায়ীদের আম পরীক্ষাকরে ফরমালিন পাওয়া যায়। এ সময় সাড়ে ১০ মন আম জব্দ করে ধ্বংস করা হয়।ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাকরা হয়। তাৎক্ষণিকভাবে তারা জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদেরপ্রত্যেককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।