প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পদোন্নতিতে ৬৫ ভাগ বাকিটা পিএসসির মাধ্যমে

স্টাফ রিপোর্টার: সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদ পূরণে পদোন্নতির মাধ্যমে ৬৫ ভাগ ও বাকিটা নিয়োগ দেয়া হবে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন খালিদ এ তথ্য জানিয়ে বলেছেন সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ হাজার পদ খালি রয়েছে। এসব পদে নিয়োগের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেয়া হবে। এর মধ্যে ৬৫ শতাংশ প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে পদোন্নতির ভিত্তিতে, আর বাকি পদগুলো পূরণ করা হবে পিএসসির মাধ্যমে।