প্রতিযোগিতা খুজে বের করে লুকায়িত প্রতিভা

 

দর্শনা অফিস: দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততোই উন্নত। শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সু-শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। সেই সাথে সুষ্ঠু সাংস্কৃতিক ধারার আলোকে গড়ে তুলতে হবে আজকের প্রজন্মকে। তাই এ ধরণের সুদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতা বেশি বেশি করে আয়োজন করা প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দর্শনা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হারুন অর রশিদ, হাজি আকমত আলী, রবিউল আলম বাবু, জাহাঙ্গীর আলম, সৈয়দ মজনুর রহমান, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, জীবননগর রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার কাউন্সিলর মঈন উদ্দিন আহমেদ মন্টু, জাসদ নেতা জাহাঙ্গীর আলম লুলু, আ.লীগ নেতা আমির হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি টগরসহ অতিথিরা। শিক্ষক সাবিনা ইয়াসমিনের উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক সুভাস, খবির উদ্দিন, মুন্না, হেনা, সাহানারা, জাহানারা, মনজুয়ারা, পারভিন আলম, পলি খাতুন, মাসুদা খাতুন, শিরিনা, কামরুন নাহার ও আম্বিয়া বেগম।