প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মশালায় জেলা প্রশাসক

সংবিধানে সকল নাগরিকের সমঅধিকার

 

স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মশালায় প্রতিবন্ধীর সুরক্ষা আইনসহ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আতিয়ার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের এডি মাসুম আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফছানা ফেরদৌসী, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক আব্দুল মতিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রর ফিজিওথেরাপিস্ট সেলিম রেজা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জাহান। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা আইনের ওপর বিস্তারিত আলোচনা করেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহীর রায়হান। প্রধান অতিথি বলেন, সংবিধানে সকল নাগরিকের সমঅধিকার, মানবসত্তার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, সকল নাগরিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একত্রে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশার সহসমন্বয়কারী আরিফুর রহমান, আসাদুজ্জামান, মহিবুল হাবীব, নুরুজ্জামান, বিপুল হোসেন, রুবেল হেসেন, শারমীন আক্তার প্রমুখ।