পুলিশের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহে ৭১ শিবির নেতাকর্মীর নামে মামলা : ১৬ জন আটক

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল১ শুক্রবার ভোরে শহরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে এ ঘটনায় শিবিরের ২১ জনের নাম উল্লেখসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে শিবিরের ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দু পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ৯ রাউন্ড টিয়ারসেল ও রাবারবুলেট ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় এসআই জিয়ারুল ইসলাম বাদী হয়ে শিবিরের ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনসহ ৭১ জনের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করেছে।