পুতিনের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবিতএকটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেইনীয় প্রধানমন্ত্রীআর্সেনি ইয়েৎসেনিয়ুক।রাশিয়ার আসল উদ্দেশ্য সম্পর্কে পশ্চিমাদেশগুলোকেবিভ্রান্ত করতেই প্রস্তাবটি পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছেনইয়েৎসেনিয়ুক। গত বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, নেটো সম্মেলনের আগে নতুন এইপ্রস্তাবটি দেয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের ওপর পর্দা টেনে দেয়ার জন্য আররাশিয়ার বিরুদ্ধে ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) এড়ানোর অযোগ্য নতুন নিষেধাজ্ঞা আরোপেরসিদ্ধান্ত বন্ধ করার উদ্যোগ হিসেবে।তিনি আরো বলেন, ইউক্রেইনের বিরুদ্ধেরাশিয়ার যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো পরিকল্পনা একটিই আছে- সেটি হলো রাশিয়ার সরকারিসেনা, ভাড়াটে সেনা ও তার সন্ত্রাসীদের ইউক্রেইনের মাটি থেকে প্রত্যাহারকরা।পূর্ব ইউক্রেইনের পাঁচ মাসব্যাপি সংঘাত বন্ধে পুতিন ও তার মধ্যেশান্তি পরিকল্পনার বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছিলেন ইউক্রেইনীয় প্রেসিডেন্টপেত্রো পোরোশেঙ্কো, তা সত্বেও পুতিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে এ মন্তব্যকরলেন ইউক্রেইনীয় প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার ওয়েলসে নেটো সম্মেলন শুরুরপ্রাক্কালে প্রস্তাবটির বিস্তারিত তুলে ধরেছেন প্রেসিডেন্ট পুতিন। আজ শুক্রবারপ্রস্তাবটি নিয়ে তথাকথিতইউক্রেইন কন্ট্যাক্ট গ্রুপ (যার মধ্যে কিয়েভেরপ্রতিনিধিরাও আছেন), বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা, মস্কো ও প্যান ইউরোপিয়ানসিকিউরিটি বডি দি ওএসসিইর আলোচনা করার কথা রয়েছে।