পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত ৩

 

স্টাফ রিপোর্টার: দিনাজপুরে মাছ ধরার জন্য পুকুরের পানি সেচতে গিয়েবিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন। গতকাল বৃহস্পতিবারদুপুরে দিনাজপুর সদর উপজেলার পুলহাট কিসমত মাধবপুর সর্দারপাড়া এলাকায় এঘটনা ঘটে। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আলতাফ হোসেনজানান, সকালে পুলহাট কিসমত মাধবপুর সর্দারপাড়া এলাকায় সাবেক ইউপিচেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মজিবর রহমান কাউলের একটি পুকুরে মাছ ধরতেপুকুরের পানি সেচতে বিদ্যুত চালিত শ্যালোমেশিন লাগানো হয়। সেখানে দুপুর সাড়ে১২টায় শ্যালোমেশিনের বিদ্যুত পুকুরের পানিতে প্রবাহিত হলে কয়েকজনবিদ্যুতস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, সাবেকইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মজিবর রহমান কাউলের ছেলে শুভ (২০), মফিজুররহমানের ছেলে সাদেকুল (২৫) ও মোজাম্মেলের ছেলে মোসাদ্দেক (৩৪)। এ ঘটনায়এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।